দক্ষিনদিনাজপুর

হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ বালুরঘাটের রঘুনাথপুরে

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করতে চড়ানো হলো গাধার পিঠে! সপ্তাহ খানেক আগে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা সপ্তাহ পালন করা হয় বালুরঘাটে। প্রচারে যুক্ত করা হয় বিভিন্ন ক্লাবকে। 

এদিন বালুরঘাট শহরের রঘুনাথপুরের সৎকার সমিতি ও বালুরঘাট ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয় রঘুনাথপুরে। প্রচারে চকলেট, ফুল দেওয়ার পাশাপাশি অভিনব উদ্যোগ নেন ঐ ক্লাব কর্তারা। সেই সঙ্গে নিয়ে আসা হয় খচ্চর। হেলমেট বিহীন মোটর বাইক আরোহীদের উঠানো হয় ঐ খচ্চর প্রজাতির প্রাণীর পিঠে। তোলা হয় ফটো। এই ভাবেই শিক্ষা দেওয়া হয় হেলমেট বিহীন বাইক চালকদের। যদিও পুলিশের পক্ষ থেকে খচ্চর জাতীয় প্রাণীটিকে ঘোড়া বলেই দাবী করা হয়েছে। 

এবিষয়ে বালুরঘাট ট্রাফিক ওসি সঞ্জয় মুখ্যার্জী জানান, সেভ ড্রাইভ ক্যাম্পেনিং কর্মসূচী গোটা জুন মাস ধরে পালন করা হচ্ছে। যেসব মানুষরা হেলমেট ছাড়া বাইক চালান। তাদের উপর হেলমেট না পড়ার কি প্রভাব রয়েছে, তা বোঝাবার জন্য এই সংস্থার পক্ষ থেকে ঘোড়ার পিঠে মানুষদের বসানো হচ্ছে। যাতে মানুষেরা বুঝতে পারে একটি ঘোড়ার উপর বসলে স্বাভাবিক ভাবে যেমন হেলমেটের প্রয়োজন হয় না। কিন্তু বাইক চালানোর সময় হেলমেট প্রয়োজন হয়।